সম্প্রতি সাইফ-কারিনার সন্তানের নকল ছবি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গেল। তৈমুরের জন্মের কয়েক ঘ্ণ্টার মধ্যেই নকল ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়েবসাইটে। হাসপাতালের বিছানায় ছেলেকে পাশে নিয়ে শুয়ে আছেন কারিনা।
বলা হয়েছিল, এটা নাকি তৈমুরের প্রথম ছবি। কিন্তু পরে রণধীর কপূর জানান ছবিটি নকল। অবশ্য এটাই প্রথমবার নয়, এর আগে বেশ কয়েক জন সেলেব্রিটিদের সন্তানের ভুয়া ছবি একই ভাবে ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার