শোনা যাচ্ছে অস্কারের দৌড়ে অংশ হতে যাচ্ছে বলিউডের ‘সরবজিৎ’ ছবিটি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণদীপ হুডা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ইন্ডিপেন্ডেন্ট এন্ট্রি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এই ছবির নাম জমা দেওয়া হয়েছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে সরবজিৎ টিমের জন্য। অন্যদিকে চিত্রনির্মাতা ওমাঙ কুমার ধন্যবাদ জানিয়েছেন তার ভক্ত এবং শুভাকাঙ্খীদের। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি সিনেপ্রেমী থেকে সামলোচকদেরও প্রশংসা অর্জন করেছিল। তাই এই ছবিকে ঘিরে সকলের প্রত্যাশা যে অনেকটাই বেড়ে গেল, তা বলাই যায়।
অন্যদিকে, ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’র নামও উঠে এসেছে। এই বায়োগ্রাফিকাল ছবিও সাড়া ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে। এই ছবিও অস্কারের দৌড়ে সামিল হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও নিশ্চিত করে তা এখনই বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল