ফেসবুকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষোভের মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। বড়দিন উপলক্ষ্যে রবিবার স্ত্রী ও মেয়ের ছবি ফেসবুকে আপলোড করেন মীর। সঙ্গে লিখেন, 'আমার জীবনে দুজন সান্তা। আমার প্রত্যেক দিন-ই বড় দিন। সব ভক্ত ও বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা।'
এতে জুয়েল হাসান নামে একজন মন্তব্য করেছেন, মীর ভাই এ শুভেচ্ছা দেয়া ঠিক হয়নি। পাপের কাজ করলেন।
হামিদুর রহমান নামে একজন লিখেছেন, কোনো মুসলমান বড়দিনের উৎসব পালন করতে পারে না। তুমি অবশ্যই মুসলমান তাই, তোমার জন্য বড়দিন নয়। তওবা করে সৃষ্টিকর্তার অনুগ্রহ চাও।
মোহাম্মদ জাফর নামে একজন লিখেছেন, ...মীর ভাই তুমি যতই মুক্তমনা হও না কেন, দিন শেষে তুমি একজন মুসলমান। ... আল্লাহ তোমার হেদায়েত দান করুক।
এরকম আরও মন্তব্য এসেছে। এর বেশ কয়েকটি মুছে দিয়েছেন মীর আফসার আলী। আর কয়েকটি মন্তব্যের স্ক্রিনশট দিয়ে নতুন করে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি এসব ফেসবুক ব্যবহারকারীকে 'সংকীর্ণমনা' হিসেবে আখ্যা দিয়েছেন মীর লিখেছেন, 'উৎসব সকলের। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না।'
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা