'নকল স্বামী' নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মিষ্টি মেয়ে সুচরিতা। আগামী বছর থেকে ছবির শ্যুটিং শুরু হবে। ছবিটিতে আরও অভিনয় করবেন শাকিব খান। ছবিতে শাকিবের চাচীর চরিত্রে অভিনয় করবেন সুচরিতা। নায়িকা নিজেই এ তথ্য দিয়েছেন।
সুনান মুভিজের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন 'শ্যুটার' খ্যাত নির্মাতা রাজু চৌধুরী। খুব শিগগির মহরতের মাধ্যমে অন্য শিল্পীদের নামও ঘোষণা করা হবে। জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা