বলিউডের অভিনেতারা সবাই ভাই–ভাই। এ কথা ফের প্রমাণ করলেন সালমান খান এবং আদিত্য রায় কাপুর। নিজের ‘ওকে জানু’ ছবির প্রচারে নেমেছেন আদিত্য। আর তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউডের ‘ভাইজান’ সালমান।
সম্প্রতি সালমানের টুইটার একাউন্টে দু’জনের একটি ছবি পোস্ট করেন আদিত্য। তাতে সালমানের সঙ্গে পেশী ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আদিত্য লিখেছেন, ‘খানকে বোকা বানিয়ে তোলা। কিন্তু ছবিটি নিজের অ্যাকাউন্টে পোস্ট করতে বাধা দেননি উনি।।’ এরপর সালমান নিজেও এগিয়ে আসেন। শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ, ঋত্বিক রোশনসহ সকলকে আদিত্যর ছবির প্রচারে অংশ নিতে বলেন। তবে আদিত্য তাদেরও বোকা বানিয়ে ছবি তুলতে পারে বলে আগে থেকে সাবধান করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, আদিত্যর সঙ্গে সালমান খানের সম্পর্ক বরাবরই ভাল। ক্যাটরিনার সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতা নিয়ে ‘ভাইজান’ চটে আছেন বলে মাঝখানে খবর বেরিয়েছিল। আদিত্যর ছবির প্রচারে নেমে এসব জল্পনা এক কথায় উড়িয়ে দিলেন সালমান।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২৩