এই জন্যই কি কিছুদিন আগে সালমান খান বলেছিলেন, চেষ্টা করবেন আমির যাতে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে না বসেন! আমিরের গতিবিধি অন্তত সে দিকেই ইঙ্গিত করছে। যেটা হয়তো সালমানেরও টনক নড়িয়েছে।
'দঙ্গল'র সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে। সকলেই জানেন, আমির আর কিরণ রাওয়ের সম্পর্ক বেশ মজবুত। কিন্তু তাতেও তো ফাটল ধরতে পারে। দুই জনের ঘনিষ্ঠদের মত, এর একমাত্র কারণ ফাতিমার সঙ্গে আমিরের সাম্প্রতিক ঘনিষ্ঠতা। আমিরের ঠিক অর্ধেক বয়স ফাতিমার। তাতেই বা কী এসে গেল! ফিল্মি দুনিয়ায় সম্পর্ক কবেই বা বয়সের গণ্ডি মেনেছে!
ছবি শেষ হয়ে গেলে তারকারা যে যার নিজের বৃত্তে ফিরে যান। আমির আর ফাতিমার ক্ষেত্রে সে সব হয়নি। ফাতিমা এবং 'দঙ্গল'এ ববিতা ফোগতের চরিত্র করা সানিয়া মলহোত্রকে নিজের প্রোডাকশন হাউসে অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের কাজ দেন। এতে দুইজনে আরো কিছুটা সময় কাছাকাছি থাকার সুযোগ পেয়ে যান। আমির বিভিন্ন অনুষ্ঠানে ফাতিমা আর সানিয়াকে নিয়ে যেতেন। খবর বলছে, সানিয়াকে নিয়ে যাওয়াটা লোকের চোখে ধুলো দেওয়ার জন্য।
আরও কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। 'ঠগস অব হিন্দোস্তান'এ ফাতিমার সুযোগ পাওয়ার পিছনেও আমিরই রয়েছেন বলে শোনা যাচ্ছে। ওই ছবিতে অমিতাভ বচ্চন আছেন। ক্যারিয়ারের শুরুতেই আমির-অমিতাভের মতো তারকার সঙ্গে কাজ করাটা ভাগ্যের বটে! তার উপর ছবিটা আবার 'যশ রাজ ফিল্মস'র।
বলা যায়, আমিরি ছোঁয়ায় ফাতিমার ভাগ্যের জৌলুস ফিরছে। অবশ্য বছর পঁচিশের এই মেয়ে নিজেও কম গ্ল্যামারাস নন। নতুন উঠতি নায়িকাদের মধ্যে ফাতিমাই সবচেয়ে ফোটোজেনিক। আমির-ফাতিমা মুম্বইয়ে একসঙ্গে জিম করেন। এমনকী এও শোনা যাচ্ছে, 'দঙ্গল'র পর আমির যখন ওজন কমাতে আমেরিকা যান, সেখানে ফাতিমা তার সঙ্গে গিয়েছিলেন।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত