বলিউড অভিনেত্রী এষা দেওল কনসিভ করার পর ইনস্টাগ্রামেই প্রথম দিয়েছিলেন তার বেবি বাম্পের ছবি। কিন্তু তখনও তার নিজের অ্যাকাউন্ট ছিল না। ছোটবেলার বন্ধু সেফ শিলারনা ভেজ-এর সঙ্গে তুলেছিলেন সেই ছবিটি। এষার সেই বন্ধুই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এষার বেবি বাম্পের ছবি।
সম্প্রতি এষাও একটি কেকের দোকানে গিয়ে নিজের ছবি তুলে টুইটারে সেই ছবি পোস্ট করেন। তবে এ বার প্রথম অফিসিয়ালি ইনস্টাগ্রামে এলেন এষা দেওল। সঙ্গে অবশ্যই তার বেবি বাম্প।
এপ্রিল মাসের শেষের দিকে হেমা মালিনি প্রথম টুইট করে মেয়ে এষার প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন। আপাতত স্বামী ভরত তখতানির সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন এই নায়িকা। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মা হবেন এষা।
বেড়াতে গিয়ে সময় কাটানোর জন্য শপিং মলে গিয়েছিলেন এষা। সেখানে গিয়েও আগেই ঢুঁ মারলেন কিডস স্টোরে। সেখান থেকে ছোট্ট একটি বেবি কট-ও কেনেন এষা। সেটি হাতে নিয়েই ছবি তোলেন। পোস্ট করেন তার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫ হাজার ফলোয়ার ফলো করেছেন এষার নতুন পেজ। নিজের ফেসবুক পেজে এষার ছবিটি দিয়ে নায়িকাকে ইনস্টাগ্রামে ‘ওয়েলকাম’ জানিয়েছেন অভিষেক বচ্চন।
বিডি-প্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১