জেনিফার লরেন্স, নার্টালি পোর্টম্যান, স্কারলেট জোহানসনদের মতোই হলিউডে নারী বৈষম্য নিয়ে সরব অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমা বলেছেন, পুরুষ সহশিল্পীরা সহযোগিতা করেছেন বলেই সমান পারিশ্রমিক পাওয়াটা তার জন্য সহজ হয়েছে। কারণ তার পুরুষ সহশিল্পীরা অতিরিক্ত অর্থ নেয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। ফলে ভবিষ্যতে সমান পারিশ্রমিক চাওয়ার বিষয়টিও তার জন্য সহজ হয়ে গেছে।
টেনিস গ্রেট বিল্লি জিন কিংকে দেয়া এমার সেই সাক্ষাৎকারটি আউট সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা