এবারের বিজয় দিবসটি নেপালেই উদযাপন করেছেন বাংলাদেশের সৃষ্টি কালচারাল সেন্টারের সদস্যরা। রবিবার বিকেল সাড়ে ৫টায় নেপাল আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানে নেপালের রাষ্ট্রীয় কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস-সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে অংশ নিবেন। আর বিজয় দিবসের এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৫ ডিসেম্বর কাঠমুণ্ডু পৌঁছেছেন সৃষ্টি কালচারাল সেন্টারের সদস্যরা। বিজয় দিবস বিদেশে পালন করতে হলেও সৃষ্টির সদস্যরা ভীষণ উচ্ছ্বসিত। কারণ বিদেশের মাটিতে তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন।
বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে পারফর্ম করবেন সৃষ্টির সাবরিনা শফি নিসা, তুলি, প্রিয়াঙ্কা, সাবা, রুহুল বাবু, দুর্জয় ও রাফিদরা। তাদের নেতৃত্বে আছেন সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা