নারী নির্যাতন বা যৌন হেনস্থা সমাজে একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় চলতে ফিরতে প্রতিনিয়তই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন নারীরা। এতে কেউ মুখ খোলেন, আবার লোকলজ্জার ভয়ে অনেকে মুখে কুলুপ এঁটে থাকেন। কিন্তু যারা প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসেন, সমাজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, তারাই সত্যিকারের সাহসী। সকলের উচিত সেই সমস্ত সাহসী নারীদের সম্মান জানানো।
যৌন হেনস্থা সম্পর্কে সম্প্রতি এভাবেই মুখ খুললেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান।
শাহরুখ বলেন, যারা যৌন হেনস্থার শিকার হন, তারাই বোঝেন সেই কষ্টটা। কিন্তু সেটি শুনে সকলেই দুঃখপ্রকাশ করেন। তবে যারা এই বিষয়টি নিয়ে মুখ খোলেন, সমাজে ঘটে চলা এই ব্যাভিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তারাই সত্যিকারের সাহসী।
শাহরুখ খানের মতো অক্ষয় কুমার এবং তার স্ত্রী টুইঙ্কেল খান্নাও জানিয়েছেন, হলিউড জগতে নায়িকারা প্রায়শই প্রযোজক এবং পরিচালকদের হাতে যৌন হেনস্থার শিকার হন। বলি দুনিয়াতেও সেই রেশ এসে পড়েছে। রূপালী পর্দার আড়ালে অভিনেত্রীদের প্রতিনিয়ত যৌন হেনস্থার শিকার হতে হয়। তবে, হলিউড জগতের অভিনেত্রীরা যেভাবে নিজেদের সঙ্গে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ জানান। সেভাবে কিন্তু বলি দুনিয়ার অভিনেত্রীরা এখনো প্রতিবাদ জানাতে পারেন না।
সূত্র: কলকাতা
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম