বচ্চন পরিবারের পুত্রবধূ সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর থেকে নানা ইস্যুতে মিডিয়ায় এসেছে বচ্চন পরিবারের গল্প। কিন্তু বিগ বি এবার প্রকাশ্যে শাসন করলেন পুত্রবধূকে। তবে সে শাসন স্নেহ ও ভালবাসারই বহিঃপ্রকাশ।
২০১৫ সালের স্টারডাস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের কামব্যাক সিনেমা 'জজবা'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ঐশ্বরিয়া। ওই একই মঞ্চে 'পিকু'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অমিতাভকে দেখিয়ে বলেছিলেন, 'হি ইজ দ্য বেস্ট'।
অভিনেতা হিসেবে শ্বশুর অমিতাভের জন্য গর্ব বোধ করেছিলেন ঐশ্বরিয়া। এমনকি তাকে চুমু খেয়ে ছিলেন তিনি। আর ঐশ্বরিয়ার এমন আচরণে অমিতাভ কিছুটা বিব্রত বোধ করেন। সকলের সামনেই ঐশ্বরিয়াকে মৃদু ধমক দিয়ে বলেছিলেন, 'বাচ্চাদের (আরাধ্যর) মত আচরণ করো না। ' বিগ বির সঙ্গে কিন্তু বাবা-মেয়ের মত সম্পর্ক সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার।
পুরনো সেই ভিডিও ঐশ্বরিয়ার ফ্যান ক্লাব নামের একটি পেইজ সম্প্রতি কটি ভিডিও শেয়ার করেছে। এরপরই তা ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সেই ভিডিও-
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান