চলতি বছরের নভেম্বরে ৫২ পূর্ণ করলেও শাহরুখ খান এখনো বলিউডের রোমান্টিক হিরো। বয়সকে শুধুই একটি সংখ্যায় পরিণত করেছেন তিনি।
বয়স নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ বলেন, আমি বয়স অনুভব করতে পারি না। আমি সারাজীবন মানুষকে বিনোদন দিয়ে যেতে চাই।
বলিউডে ২৫ বছর পূর্তির জন্য সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডসে সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। কিং খানের মতে দীর্ঘ এই সময়ে কোনো কিছুই পরিবর্তন হয়নি।
শাহরুখ বলেন, 'মুম্বাই যখন এসেছিলাম সত্যিই ভেবেছি দুই বছর কাজ করে দিল্লি ফিরে যাব। কিন্তু পরে আমার ছবিগুলো সফল হতে লাগলো আর চোখের পলক না পড়তেই ২৫ বছর পার হয়ে গেল!' সূত্র : ডন
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা