মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ৫৫টি প্রেক্ষাগৃহে চলবে পরীমণি-জায়েদ খান অভিনীত 'অন্তর জ্বালা' ছবিটি। জেড কে মুভিজ প্রযোজিত 'অন্তর জ্বালা' পরিচালনা করেছেন মালেক আফসারী।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ৫৫ প্রেক্ষাগৃহে প্রদর্শনের বিষয়ে জায়েদ খান বলেন, এটা আমাদের সিনেমার জন্য ইতিবাচক দিক। সিনেমাটি এখনো দর্শক দেখছেন। আশা করছি, দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ভালোভাবে চলবে।
'অন্তর জ্বালা' ছবিটির পরিবেশনায় আছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা