নববর্ষের উৎসবের মৌসুমে অনেকেরই দারুণ প্রত্যাশা ছিল কমলেশ্বর মুখার্জির আমাজন অভিযান নিয়ে। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ফিল্মটি।
অভিযান যে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে, সেটা মেনে নিচ্ছেন কট্টর দেবভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় চলছে বীভৎস ট্রোলিং, দেব ও কমলেশ্বরের মুণ্ডপাত! তবু তারই মধ্যে সুখবর।
প্রথম সপ্তাহে ২২ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ২০১২ সালের পরে এই প্রথম কোনও বাংলা ছবি প্রথম সপ্তাহে এত টাকার ব্যবসা করল। ছবির প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমদিনে ছবির ব্যবসা ছিল ১ কোটি টাকা।
এদিকে চাঁদের পাহাড়ের মোট ব্যবসাকেও ছাড়িয়ে গেছে আমাজন অভিযানের প্রথম সাতদিনের আয়। চাঁদের পাহাড় আয় করেছিল ৪ কোটি ৮০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত