ঢালিউড অভিনেত্রী সিমলা বিয়ে করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। গত বছরের অক্টোবরে নাকি লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। ওই ব্যবসায়ীর নাম মাহি বি জাহান।গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তবে নায়িকা এ নিয়ে প্রকাশ্যে কোনো কিছু জানাননি।
‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। সম্প্রতি তিনি ‘নাইওর’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন। এতে সিমলার সঙ্গে কাজ করেছেন আনিসুর রহমান মিলন।
সিমলার বিয়ের বিষয়ে গণমাধ্যমকে মিলন বলেছেন, যে ছেলেটির কথা বলা হচ্ছে সেও আমার পরিচিত। মাহি বি জাহান প্রযোজনাও করেন। আর আমার পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’-এ অভিনয়ও করেছেন তিনি। তবে কেউই আমাকে কিছু জানালো না।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা