কোরিওগ্রাফির সূত্র ধরে ঢালিউড তারকাদের সঙ্গে সুসসম্পর্ক আছে ইভান শাহরিয়ার সোহাগের। অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গেও ভালো খাতির তার। সোমবার ইভানের জন্মদিনে হাজির হন অপু। গুলশানের নিকেতনে অবস্থিত জাহিদ খান মেকওভারে আয়োজিত ওই অনুষ্ঠানে অপুকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা