শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১৮। এবারের পর্বে বিচারকের আসনে থাকবেন ঢাকাই শোবিজেই জনপ্রিয় তারকা তাহসান খান। তার সাথে আরও থাকছেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ ও চিত্রনায়ক আরেফিন শুভ।
বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাঁকমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় বিচারকদের এই নাম।
এ সময় মঞ্চে উঠে তাহসান বলেন, ''আমি এর আগেও লাক্স সুপারস্টারের বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র বিচারক। তাই দায়িত্বটাও অনেক বেশি। আশা করি ভালোভাবেই এ দায়িত্ব পালন করতে পারব।''
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব