বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিংয়ের সঙ্গে তার বিয়ে ইস্যুতে কম জল্পনা-কল্পনা হচ্ছে না। তবে এবার বোধহয় সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। কারণ খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাডুকোন।
যদিও এ নিয়ে গতবছর থেকে অনেক কানাঘুষা চলছে বলিউড পাড়ায়। তবে দীপিকা বা রণবীর কেউই এ নিয়ে সরাসরি কথা বলেননি। বরং দীপিকা যেন এ বিষয়ে ‘না’ বলতে বলতে হাঁপিয়ে উঠেছিলেন। তবে শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধছেন বলিউডের আলোচিত জুটি দীপিকা ও রণবীর সিং।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ের পরে তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। যেমন চলছে চলবে। ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন তো আসবেই। তবে কাজর জায়গায় আমি আগের মতোই থাকবো। আমি একজন কর্মজীবী স্ত্রী হতে চাই। বিয়ের পর কাজ কমিয়ে দেবো বা সংসার নিয়ে ব্যস্ত থাকবো এমনটা নয়।’
বিডিপ্রতিদিন/ ই-জাহান