আবারও খবরের শিরোনামে কমেডিয়ান কপিল শর্মা৷ বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার৷ টুইটারে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দেন এই জনপ্রিয় কমেডিয়ান৷ প্রতিবাদে সরব স্বয়ং তার ভক্তরাই৷
গত শনিবার সকাল থেকেই শুরু হয় কপিলের এই টুইট কাহিনী৷ তবে গল্পের সূত্রপাত বেশ কিছুদিন আগেই৷ আসলে কপিলের নতুন শো নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছিল তা সবার জানা৷ যার জেরে শো বন্ধ হওয়ার জোগাড়৷ ফলে সবকিছু মিলিয়ে বেশ চটেই ছিলেন কপিল৷ সেই রাগের রোশ পরে সংবাদ মাধ্যমের ওপর৷
সম্প্রতি তিনি এক সাংবাদিককে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ দেন এবং সেই খবর প্রকাশ্যে জানাজানি হলে তিনি আরও ক্ষেপে ওঠেন এবং টুইটারেও রিপোর্টারকে গালি দেন৷ বিষয়টি বেশ গুরুতর আকার নেয়৷
কিন্তু হঠাৎই সেই পোস্টগুলি ডিলিট হয়ে যায় এবং প্রকাশ্যে আসে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একটি পোস্ট৷ কিন্তু তার রাগ যে এত তাড়াতাড়ি কমার নয় তা তার একদা ঘনিষ্টরা হয়তো ভালোই জানেন৷ ফলে গল্প সেখানেই শেষ হল না৷
কপিল হঠাৎ ট্যুইট করে জানান হ্যাক হওয়ার গল্প পুরোটাই ভুয়া৷ এবং সেই হ্যাক হওয়ার পোস্ট ডিলিট করে তিনি ফের টুইট করে জানান, “আমি যা লিখেছি মন থেকে লিখেছি এবং আমার টিম ওই টুইটগুলি মুছে ফেলেছে৷ আমি কোন সাংবাদিককে ভয় পাই না৷ ওরা টাকার জন্য কারোর সম্পর্কে যা খুশি লিখতে পারে৷ নির্লজ্জ৷”
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর