সময়টা বেশ খারাপ যাচ্ছে বলিউড সুলতান সালমান খানের। কারণ কৃষ্ণসার হরিণ শিকার মামলায় পাঁচ বছরের জেল। দুইদিন কারাবাসের পরে জামিনে মুক্তি। সবমিলিয়ে বড় একটা ঝড়ের মধ্যে আছেন বলিউডের ব্যাড বয়। তবে কঠিন মুহূর্তে সালমানের পাশে দাঁড়িয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
আর সালমান যেদিন কারামুক্তি পান। সেদিন সন্ধ্যায় সালমানের সঙ্গে দেখা করতে ছুটে যান তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
জানা গেছে, সালমান খান জামিন পেয়ে মুম্বাই ফেরার পর প্রথম যে কয়েকটা গাড়ি সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসে তার একটি ছিল ক্যাটরিনার। আর যার সঙ্গে এখন সালমান প্রেম করছেন শোনা যায়, সেই রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরকে দেখা যায়নি। আর এরপর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। কারণ সালমানের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন ক্যাট। এক যুগ প্রেম করার পর প্রেমের সম্পর্কের ইতি টানেন এই জুটি।
এর আগে কৃষ্ণসার মামলার রায়ের আগের রাতে সালমানের বোন অর্পিতার সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতেও গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এ সময় অর্পিতার ছেলে আহিল ক্যাটরিনার কোলে ছিল বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৫ এপ্রিল যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয় এ অভিনেতাকে। অভিযুক্ত অন্যরা এ মামলা থেকে অব্যাহতি পান।
১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।