বিয়ের তারিখ পাচ্ছেন না বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বর্তমানে তিনি ব্যস্ত 'অক্টোবর' ছবির প্রচারণা নিয়ে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারেই এমনটাই দাবি করেছেন তিনি।
বলিউডে এখন লুকিয়ে বিয়ে করাটাই ফ্যাশন হয়ে উঠেছে। লোকচক্ষুর আড়ালে ধুম-ধাম করে বিয়ে করে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। পালিয়েই বিয়েটা করছেন কী না এমনটা জানতে চাইলে বরুণ বলেন, না না। আমাকে আজ অবধি পালিয়ে বা লুকিয়ে কিছু করতে হয়নি। হয়তো মিডিয়ার সামনে ঘটা করে বিয়ে করব না। কিন্তু আপনারা অবশ্যই আগে থেকে জানতে পারবেন। বলেই বিয়েটা করব।
'অক্টোবর'কে বলা হচ্ছে 'নিঃশর্ত ভালবাসার গল্প'। ছবির অভিনেতা বরুণের কাছে ভালোবাসা হল, আনুগত্য, বিশ্বাস, নিজেকে ভুলে কারও জন্য সবটা দিতে পারা। এবং অবশ্যই যা-ই হয়ে যাক না কেন, তার পাশে দাঁড়ানো।
বরুণ আরও বলেন, এটা কিন্তু ঠিক যে, নিঃশর্ত ভালবাসা কখনও মিথ্যে হতে পারে না।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/ফারজানা