জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তানজিন তিশা। একসঙ্গে খুব বেশি নাটকে কাজ করেননি তারা। তবে এবারের পহেলা বৈশাখ উপলক্ষে তারা একটি নাটকে কাজ করেছেন। নাম ‘এক বৈশাখে’। নববর্ষের দিন (শনিবার) রাত ৯টা ১০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে এটি প্রচারিত হয়। নাটকটি এরই মধ্যে প্রায় আট লাখ দর্শক দেখেছেন।
নাটকটির নির্মাতা তুহিন হোসেন এবং গল্প লিখেছেন সারোয়ার রেজা জিমি। এবারই প্রথম তানজিন তিশাকে নিয়ে পরিচালক বিশেষ এই নাটক নির্মাণ করেছেন।
সোমবার দুপুর ২টা পর্যন্ত এই নাটকটির অনলাইন ভিউ ছিল প্রায় ৮ লাখ। মাত্র দুইদিনে এতো ভিউ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক তুহিন হোসেন। তিনি বলেন, 'কাজ যখন দর্শকরা পছন্দ করেন তখন নির্মাতার আনন্দের সীমা থাকে না। ইউটিউব ভিউ নিয়ে আমার তেমন মাথাব্যথা কোনোদিনই ছিল না। তাই বুস্ট কি জিনিস আমি জানি না। এতো কম সময়ে ৮ লাখ ভিউ আমার মত প্রচারবিমুখ মানুষের জন্যে বেশ বড় পাওয়া। কারণ বৈশাখের আয়োজনে 'এক বৈশাখে' যে আপনাদের আনন্দ অনুষঙ্গ হবে তা আসলেই ভালো লাগার। কিছু ভুল স্বীকার করে বলছি সামনে নিজেকে শুধরে আরও ভাল কিছু উপহার দিব।'
নাটকটি নিয়ে তিশা ও নিশোও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম