'দুই দুবার' শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর ও কলকাতার জেমি ইয়াসমিন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর করেছেন কলকাতার প্রীতম ব্যানার্জি।
আসিফ আকবর বলেন, এবার জেমির সঙ্গে প্রথম কাজ করলাম। ওর কণ্ঠটাও বেশ সুন্দর। আশা করছি, গানটি সকলের ভালো লাগবে।
নিউ ভিশন বিডির ব্যানারে খুব শিগগির এ গান নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। এতে মডেল হিসেবে অভিনয় করবেন আসিফ ইমরোজ-আফ্রি। আগামী মাসের শুরুর দিকে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা