চিত্রনায়ক আরেফিন শুভকে বাংলাদেশের শাহরুখ খান হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।
কারণ হিসেবে নুসরাত ফারিয়া বলেন, শাহরুখ খান অনেক রোমান্টিক হিরো। শাহরুখ বলিউডকে যেভাবে রোমান্টিসিজমে ভাসিয়ে চলেন এমনটা বাংলাদেশে শুধু শুভ'র মাঝেই দেখা যায়। শুভ অনেক রোমান্টিক। তার আচরণ দেখে বলতে পারি একমাত্র আরেফিন শুভই শাহরুখ খান। তার রোমান্টিক বিহেভিয়ার অনেক মুগ্ধকর। আমি তার ঢাকা অ্যাটাক দেখেছি। অনেক ভালো একটি ছবি।
সম্প্রতি নুসরাত ফারিয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন। পটাকা নামের এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে তিনি আবির্ভূত হতে যাচ্ছেন।
পটাকা নিয়ে বলেন, এটি একটি সারপ্রাইজিং গান। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, অপেক্ষা করেন। শিগগিরই গানটি আসছে। তার পরে আপনাদের কমপ্লিমেন্ট শুনবো।
কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শো'তে আজকের অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কণ্ঠের সহকারী ফিচার এডিটর দাউদ হোসাইন রনি।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/আরাফাত