হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সরব এই লাস্যময়ী। তবে নাটক বা টেলিফিল্ম নয় বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এবার সেই ধারাবাহিকতায় শুভেচ্ছা দূত হলেন পরীমণি। এখন থেকে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের অতি পরিচিত এবং স্বনামধন্য ব্র্যান্ড 'ফোয়ার অ্যান্ড লাভলী'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে দেখা যাবে তাকে।
আজ মঙ্গলবার এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলােদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এ রকম একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত। কারণ একটি বিউটি প্রোডাক্ট। আর এই রকম প্রোডাক্টের দূত হিসেবে কাজ করা আসলেই উপভোগের।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৮/আরাফাত