প্রেমিক রোহমান শলকে তার মা পছন্দ করেছেন। সম্প্রতি এই খবর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে চমকে দিয়েছিলেন সুস্মিতা সেন। ফের তিনি শিরোনামে। প্রেমিকের সঙ্গে এবার শরীরী কসরতে মজেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সুস্মিতা সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রোহমন শলের সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি শারীরিক কসরৎ করছেন সুস্মিতা। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘কম্প্যাটিবিলিটি (সামঞ্জস্য) ভালবাসার পূর্ব শর্ত নয়, বরং এটি ভালবাসার প্রাপ্তি। আসলে এক ধ্যানের মতো করে ভালবাসা গড়ে নেয় সমস্ত বন্ধনগুলো।’’
ভিডিওটি খুব অল্প সময়েই ভাইরাল হয় নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, মাস দু’য়েক আগে এক ফ্যাশন শো-তে সুস্মিতার সঙ্গে পরিচয় হয় ১৫ বছরের ছোট রোহমানের। সুস্মিতার বয়স এখন ৪২ আর রোহমানের বয়স ২৭। কিন্তু বয়স তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ওই পরিচয় থেকেই প্রেম শুরু। অক্টোবরের শেষ দিকে তাজমহলের সামনে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে, বিশ্বকে তাঁদের সম্পর্কের কথা জানান সুস্মিতা।
বিডি প্রতিদিন/কালাম