জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। নিজের গাওয়া প্রায় সব গানের গীতিকার ও সুরকার তিনি নিজেই। সুর-কথা আর গায়কী- এই তিনে মিলিয়ে জিতে নিয়েছেন লাখো-কোটি শ্রোতার ভালোবাসা। জিতে নিয়েছেন জাতীয় শ্ৰেষ্ঠ গীতিকার, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সংগীত পরিচালকসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।
অন্যদিকে, বর্তমান সময়ের যে কজন সফল ও ব্যস্ততম শিল্পীর কথা প্রথমেই মাথায় আসে তাদের মধ্যে তাহসান খাঁন একজন। অনন্য প্রতীভাবান এই শিল্পী তার গান আর অভিনয়ে সমান ভাবে মাতিয়ে রেখেছেন বাংলার দর্শক শ্রোতাদের। গান, অভিনয় ছাড়াও তার রয়েছে বেশ কিছু পরিচয়। তবে তাহসান খাঁন নামটা শুনলেই যেনো মনে পরে যায় তার গাওয়া সব অসাধারণ গানের কথা। বাংলা ভাষাভাষীদের মধ্যে তাহসান খাঁন বেশ জনপ্রিয় নাম।
গ্রামীণফোনের সৌজন্যে এই দুই গুণী শিল্পী ঢাকায় একই মঞ্চে গাইবেন, আগামী ৩১ ডিসেম্বর রাত ১০টায় আরটিভির বিশেষ আয়োজন "মনের মানুষ' CLUB ASIA তে। বর্ষ বরণের এ আয়োজনটি সরাসরি দেখা যাবে আরটিভির পর্দায় এবং একই সাথে গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেল youtube.com/grameenphone ও গ্রামীণফোনের ফেসবুক পেজ থেকে।
এ আয়োজন সম্পর্কে গ্রামীন ফোনের হেড অব কমিউনিক্যাশন্স সৈয়দ তালাত কামাল বলেন, গ্রামীণফোন সব সময়ই সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় নিজেদের সম্পৃক্ত রাখে, সার্বিক বিষয় মাথায় রেখে ইংরেজি বর্ষ বরণের এরকম একটি আয়োজনের সাথে থাকতে পেরে তারাও আনন্দিত।
অন্যদিকে আরটিভি থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খাঁন দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার