শাহরুখ খানের বাসভবন 'মান্নাত' এখন অনেক শাহরুখ ভক্তের কাছেই দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রসাদ প্রমাণ এই বাংলো পছন্দ নয়, এমন ব্যক্তি খুব কমই আছে। জানা যায়, স্ত্রী গৌরীকে দেওয়া কথা রাখতেই নাকি 'মান্নার' কিনেছিলেন শাহরুখ।
কিং খান একবার বলেছিলেন, ''আমরা যদি কোনও দুর্দিনেও আসি, তাও মান্নাত কোনোদিন বিক্রি করব না।'' আর কেনই বা বিক্রি করবেন, প্রাসাদপ্রম এই 'মান্নাত' কেনার পর থেকেই শাহরুখের জীবনের একের পর এক স্বপ্ন পূরণ হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশাকে জিজ্ঞাসা করা হয়, তিনি জীবনে সবচেয়ে বেশি টাকা দিয়ে কোন জিনিসটা কিনেছেন, তখন শাহরুখ জানান 'মান্নাত'।
জানা যায়, শাহরুখ খান এই 'মান্নাত' যখন কিনেছিলেন তখন এই বাড়িটার নাম ছিল ভিলা ভিয়েনা। সেসময় বাড়িটির দাম ছিল ১৩কোটি ২০ লক্ষ টাকা। আর বর্তমানে বাড়িটির দাম ২০০ কোটি টাকা। কেননা বাংলোটি কেনার পর একে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন শাহরুখ-গৌরী।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর