দীর্ঘদিন ধরে কিছুটা আড়ালে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তিন বছর পর তার পরবর্তী সিনেমা 'আমাবাস' নিয়ে আবারো দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এ অভিনেত্রী। এরইমধ্যে গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন এই তারকা। আর এই খবরে বেশ চটেছেন নার্গিস।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মা হতে যাচ্ছেন নার্গিস। এ ব্যাপারে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট প্রকাশ করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন নার্গিস।
বলিউড এই তারকা লিখেছেন, ‘সংবাদটি মুছে ফেলুন। আপনার প্রতিবেদক শুধু যে মিথ্যা বলেছেন তা নয়, তিনি একজন ব্যক্তির শরীর নিয়েও কটাক্ষ করেছেন। শারীরিক অসুস্থতার কারণেও এমনটা হতে পারে। সংবাদ প্রকাশের আগে সঠিকটা জেনে নিবেন।’
পরবর্তী সময়ে প্রতিবেদনটি সরিয়ে নেয় সেই সংবাদমাধ্যম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ