আদিবাসী মুন্ডা জনজাতির জীবন ও সংকট নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র খুঁটি (Road To Roots) এর প্রথম প্রদর্শনী আগামীকাল সোমবার। রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৩টায় এ প্রদর্শনী শুরু হবে।
প্রামাণ্য চলচ্চিত্রটির গবেষণা ও পরিচালনা করেছেন জহিরুল হাসান। কমলিনী গোলধার ও ইরশাদ জাহান চৌধুরীর প্রযোজনায় চিত্রগ্রহণ করেছেন কাঞ্চন চ্যাটার্জী। চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন আনোয়ারুল ইসলাম।
প্রামাণ্য চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক জহিরুল হাসান জানান, মুণ্ডাদের আদি নিবাস ভারতের ঝাড়খান্ড। প্রকৃতি পূজারী জঙ্গল ঘনিষ্ট, সরল এই জনগোষ্ঠীর জীবনে যেমন রয়েছে নিপীড়ন-নির্যাতনের ভয়াবহ করুণ কাহিনী, তেমনি এঁদের রয়েছে সংগ্রামের ঐতিহাসিক পরম্পরা। তাদের জীবনের এরকম নানা কাহিনী নিয়ে এগিয়ে যায় প্রামাণ্য চলচ্চিত্রটির গল্প।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৯/মাহবুব