ব্লকবাস্টার 'সিম্বা' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে কাজ করার কথা শোনা গিয়েছিল প্রিয়া প্রকাশ সভ্যারিয়ারের। শেষ পর্যন্ত সারা আলী খানকে চূড়ান্ত করেন পরিচালক রোহিত শেঠি। তবে রণবীর-প্রিয়াকে পাওয়া গেল এক ফ্রেমে। ভিকি কুশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’ ছবির প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন দু’জনে। প্রিয়া এবং রনভীরের একে অপরের সঙ্গে দেখা হতেই সেলফি তুললেন তারা।
শুধু বলিউড নয় সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে গিয়েছে এই সেলফি। রনভীর-প্রিয়াকে এক ছবিতে দেখে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন যে একই ছবিতে তাদের শীঘ্রই দেখতে চায়।
ভিকি কুশলের সাথে প্রিয়া
দক্ষিণী ছবির ছোট্ট একটি ক্লিপ প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। রাতারাতি জাতীয় ক্রাশে উপাধিও দিয়ে দেওয়া হয় তাকে। একের পর এক ছবির অফারও আসছে তার কাছে।
বিডি প্রতিদিন/ফারজানা