ঐশ্বরিয়া রাই বচ্চনের দীর্ঘ ফিল্মি ক্যারিয়ার। এর মধ্যে বহু প্রশংসা পেয়েছেন। কখনও আবার শুনতে হয়েছে কটূ মন্তব্যও। কিন্তু কোন কথা শুনে সবচেয়ে খারাপ লেগেছিল? এতদিনে সেই সিক্রেট প্রকাশ্যে নিয়ে এলেন এই নায়িকা।
২০১৪ সালে করণ জোহরের সেলিব্রিটি চ্যাট শো'তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। তিনি ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন। পরে ক্ষমা চাইলেনও সেই মন্তব্য নাকি ঐশ্বরিয়ার সবচেয়ে খারাপ লেগেছিল।
ওই শো টেলিকাস্ট হওয়ার পর ইমরান বলেছিলেন, ‘‘আমি কিন্তু ওটা বোঝাতে চাইনি। আমি ঐশ্বরিয়ার বড় অনুরাগী। ওকে ভালবাসি। ওর কাজের অনুরাগী থাকব চিরকাল। আসলে ওই শোয়ের কাঠামোটা আলাদা।’’
কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি, তা বোঝা গেল এতদিন পরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্য কী? ঐশ্বরিয়া স্পষ্ট বলেন, ‘মিথ্যেবাদী এবং প্লাস্টিক।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ