সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ানো আনুশকা শর্মার কাছে নতুন নয়। এবার ফের নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী।
নিজের টুইটার হ্যান্ডলে আনুশকা একটি ভিডিও শেয়ার করেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ওই ভিডিওটি আসলে একটি বিজ্ঞাপন। একটি পানমশলার বিজ্ঞাপন সেটি। আর তা থেকেই শুরু বিতর্ক। কেন আনুশকা এমন একটি বিজ্ঞাপন করলেন, তা নিয়েই প্রশ্ন তুলে দেন নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ফ্যাশন শো'র র্যাম্পে হাঁটছেন অনুষ্কা। সঙ্গে আরও দুই তরুণী। তাদের মধ্যে এক জনের পোশাকের পিঠের চেন খুলে যায়। হাত চাপা দিয়ে তরুণীকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান আনুশকা। বিজ্ঞাপনের শেষে এসে দেখা যায়, অনুষ্কা পানমশলা খাচ্ছেন।
প্রসঙ্গত, আনুশকা এই ধরনের কোনো সামগ্রীর বিজ্ঞাপন করবেন না বলে জানিয়েছিলেন। তার পরেও কেন তিনি এমন ধরনের সামগ্রীর বিজ্ঞাপন করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। এক নেটিজেন এমনও প্রশ্ন তোলেন, ক’দিন আগে এক ব্যক্তিকে রাস্তায় আবর্জনা ফেলতে দেখে প্রতিবাদী হয়েছিলেন আনুশকা। কিন্তু এখন কেন তিনি অন্যের মুখে আবর্জনা ফেলাকে প্রচার দিচ্ছেন?
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর