রাজারবাগে মিটিং শেষে এই কিউটি পাইকে (ছবি নিচে) দেখতে পাই! এদের সর্বোচ্চ অংশ কারও কোনো ক্ষতি করে না। তাও আমরা কখনো এদের দিকে ঢিল ছুঁড়ি, কখনো বা গরম পানি ছুঁড়ে মারি, কখনো লাঠিপেটা করি। কখনো গাড়ি দিয়ে পিষে চলে যাই! আহা! কত ঠুনকো এদের জীবন। আমরা তো মানুষই খেয়াল করি না সেখানে কুকুর, বিড়ালে কিবা আসে যায়!
বীরত্ব দেখানোর জন্য আমরা কেন যেন এই নিরীহ, কথা না বলতে পারা প্রাণীগুলোকেই খুঁজে পাই!
যে আঘাতে আপনি আমি ব্যথিত হই, সেই একই আঘাতে তারাও ব্যথিত হয়। পার্থক্য আপনি আর আমি নিজের ব্যথা উপশমের ব্যবস্থা নিতে পারি। এদের তো সৃষ্টিকর্তা ছাড়া কেহ নেই নিরাময়ের! এদের প্রতি অযথাই নির্দয় হবেন না। এরাও ভালবাসা বোঝে।
শুভ হোক আপনাদের সকলের সময়।
(যেসব কুকুর পাগল হয়ে যায়, এই পোস্ট তাদের ব্যাপারে কোনো কথা বলছে না; সেটি প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেয়া হোক)
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
বিডি প্রতিদিন/ফারজানা