ঢালিউড সুপার স্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউটিউবে এটি প্রকাশ করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শাকিবের শাহেনশাগিরি। পুরো টিজার জুড়েই বেশ মারমুখো ভূমিকায় দেখা গেছে শাকিবকে। সাথে ছিলেন কিছু রোমান্টিকতাও।
গত ২৩ অক্টোবর এফডিসিতে শুরু হয় 'শাহেনশাহ’ শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। শাপলা মিডিয়া প্রযোজিত 'শাহেনশাহ’ আগামী ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব