আলোচিত ছবি ‘স্বপ্নজাল’ এর পর নতুন ছবি নিয়ে আসছেন পরীমণি। ছবির নাম ‘আমার প্রেম আমার প্রিয়া’। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু। আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’। অর্থ্যাৎ ভালোবাসা দিবসের আগেই পরী-আরজুর রসায়ন দেখা যাবে বড় পর্দায়।
‘আমার প্রেম আমার প্রিয়া’ পরিবেশনা করছে হার্টবিট কথাচিত্র। পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ভিনদেশি গল্প ও সংস্কৃতির ছবি দেখলে দর্শক বিরক্ত হয়। যারা গঠনমূলক আলোচনা-সমালোচনা করেন তারা মৌলিক গল্পের বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণ করার পরামর্শ দেন। আমার ছবির গল্প একেবারেই মৌলিক। যে কারণে ছবিটি সবাইকে দেখার জন্য অনুরোধ করব। এছাড়ার ছবিটি এর আগেও বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়েছি। এবার আর তা হচ্ছে না। ৮ তারিখেই বড় পর্দায় উঠবে ছবিটি।
পরিচালক শামীমুল ইসলাম শামীম আরও বলেন, আজ সন্ধ্যায় ছবিটির টাইটেল সং ইউটিউবে মুক্তি দিব।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা