সাইফফ আলি খান ও তার সাবেক স্ত্রী অমৃতা সিং'র মেয়ে সারা আলি খান বলিউডে বেশ হইচই ফেলে দিয়েছেন ইতিমধ্যেই। তার প্রথম ছবি ‘কেদারনাথ’ সে ভাবে ব্যবসা করতে না পারলেও, দ্বিতীয় ছবি ‘সিম্বা’ প্রথমদিনই আয় করে ২০.৭২ কোটি টাকা। দু’টি ছবিই মুক্তি পায় ২০১৮ সালের শেষের দিকে।
সাইফের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক বেশ ভাল। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের এক সঙ্গে দেখা গেছে অনেক বারই। ছবি মুক্তির বেশ কয়েক মাস আগেই ছোট পর্দার এক জনপ্রিয় টক-শোয়ে বাবা সাইফের সঙ্গে দেখা যায় সারা আলি খানকে। সেখানে সারার এক মন্তব্য মিডিয়াতে শোরগোল ফেলে দেয়।
টক-শোয়ে সারা বলেছিলেন, তিনি কারিনাকে ‘ছোট মা’ সম্বোধন করার কথা ভেবেছিলেন। কিন্তু তাতে কারিনার ‘হার্ট অ্যাটাক’ হয়ে যেতে পারত।
পরবর্তী সময়ে সারার এই মন্তব্যের প্রত্যুত্তরে কারিনা বলেন যে, তারা বন্ধু। এবং তারা পরস্পরকে সম্মান করেন। ‘কেদারনাথ’-এ সারার অভিনয় দেখে কারিনার মনে হয়েছে যে, মা-বাবা দু’জনের প্রতিভাই পেয়েছে সারা।
কারিনা আরও বলেন, তিনি কোনো দিনই সারার মা হতে পারবেন না। কারণ তিনি তা নন। তবে তিনি চিরকালই সারার বন্ধু হয়ে থাকবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর