ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড সেট করেছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একটার পর একটা ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তিনি। সে ‘বাজিরাও মস্তানি’তে নাচ এবং ফাটাফাটি অভিনয় সবেতেই ছাপিয়ে গিয়েছেন দীপিকা।
১০ বছর ধরে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন এই ডিভা। নায়ক প্রধান ইন্ডাস্ট্রিতে ছবিতে কাজ করার জন্য নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে তাক লাগিয়েছেন দীপিকা। এবার আরও একটি পালক যোগ হলো দীপিকার মুকুটে।
‘মুম্বই একাডেমি অব দ্য মুভিং ইমেজ’ বা ‘মামি’র চেয়ারপার্সন হলেন দীপিকা পাড়ুকোন। ‘মামি’র চেয়ারপার্সন ছিলেন আমির খানের স্ত্রী কিরণ রাও। সেই স্থানেই নিযুক্ত হলেন দীপিকা। আগামী চার বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন দীপিকা।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৯/আরাফাত