পরিচয়ের আগে থেকেই সম্পর্কের সূত্রপাত। ঠিক সম্পর্কে কিনা জানি না। তবে অদৃশ্য এক ভালোলাগা বটে। যে ভালোলাগা ঘটে কলেজের কোন এক কবিতা পাঠের আসরে দূর থেকে আবৃত্তি শোনার পর থেকেই। তারপর এক পশলা বৃষ্টির মতো বহুদিন পর ঘটে দু'জনের পরিচয়। একজনের দরাজ কণ্ঠের আবৃত্তি আর অন্যজনের সেই আবৃত্তি শোনার মোহ এই দুয়ের সমন্বয়ে পরিচয় কখনো যেন পৌঁছে যায় পরিণয়ে। হয়ে যায় প্রেম। যে প্রেম জাত, কূল, ধর্ম, বর্ণ মিলেমিশে একাকার।
একজনের জন্য সারারাত্রি অপেক্ষা অন্যজনের চুরি করে তাদের বাড়ি আসা। আতঃপর ভোরের সূর্যোদয় পর্যন্ত কবিতার প্রহরে দু'জনের একসঙ্গে ভেসে বেড়ানো মত চরম পাগলামিতে ঠেকে। কিন্তু প্রকৃতির ডাকে একজনকে চলে যেতে হয়। থেমে যায় সব পাগলামি। রয়ে যায় কেবল স্মৃতির আঙিনায় নিশুতি আর সীমান্তের গল্প পুনরাবৃত্তি হয়।
নাটকে অভিনয় করেছেন সজল, শবনম ফারিয়া, কাজী উজ্জ্বলসহ আরও অনেকেই।
বিডি প্রতিদিন/০২ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত