‘কুলি নাম্বর ওয়ান’ পার্ট টু এর শ্যুটিং থেকে বিরতি নিয়ে নিউইয়র্কে পাড়ি দেন সাইফ কন্যা সারা আলী খান। প্রিয় বন্ধুর সঙ্গে বেশ কয়েকদিন মার্কিন মুলুকে ছুটি কাটিয়ে অবশেষে দেশে ফেরেন সারা। নিউইয়র্ক থেকে যখন মুম্বাই বিমানবন্দরে নামেন সারা, সেই সময় তাকে ঘিরে ধরেন ভক্তরা।
সাইফ-কন্যার সঙ্গে সেলফি তোলার জন্য মুখিয়ে ওঠেন তার ভক্তরা। তবে ভক্তদের নিরাশ করেননি সারা। তাদের সঙ্গে দাঁড়িয়ে একের পর এক সেলফি তুলতে শুরু করেন সারা আলী খান। সারার সেই ভিডিও প্রকাশ্যে আসার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্তরা।
কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলী খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন তিনি। কেদারনাথের সাফল্যের পরপরই রোহিত শেঠির সিনেমা সিম্বায় স্ক্রিন শেয়ার করেন সারা। এই সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। সিম্বার পর বেশ কয়েকদিন ধরে নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেন সাইফ কন্যা। এরপর শুরু করেন কুলি নাম্বর ওয়ান-এর সিক্য়ুয়েলের শ্যুটিং। বরুণ ধাওয়ানের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন তিনি।
শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলীর লাভ আজকাল-এও দেখা যাবে সারা আলী খানকে। এই সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন