ব্যক্তিগত জীবন ও ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন বিরাট কোহলি। তিনি বিয়ে করেছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী আনুশকা শর্মাকে।
সাক্ষাৎকারে সাংবাদিক বোরিয়া মজুমদার জিজ্ঞেস করেন স্ত্রীর করা কোন চরিত্রটি তার প্রিয়। উত্তরে কোহলি বলেন, 'অ্যায় দিল হ্যায় মুশকিল'। জনপ্রিয় নির্মাতা করণ জোহরের এ ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান ও ঐশ্বরিয়া রাই।
কোহলি বলেন, ছবিটিতে করা আনুশকার চরিত্রটি এখনো আমার সবচেয়ে প্রিয়। আমি এখনো এ বিষয়ে তাকে বলি। মাঝে মাঝে আমি বসে ইউটিউব খুলে ওই দৃশ্যটি দেখি, যখন রণবীর ফিরে আসে... সেই গানটি আমার হৃদয়ে গেঁথে আছে। এ অনুভূতি কখনই মুছে যাবে না।
বিডি প্রতিদিন/ফারজানা