জিম থেকে বেরোচ্ছিলেন মালাইকা। হঠাৎই তাকে দেখে ফুল বিক্রি করার জন্য এগিয়ে আসেন এক মহিলা। ফুলের মালা কেনার জন্য মালাইকাকে জোর করতে শুরু করেন ওই মহিলা।
প্রথমে ওই মহিলার কাধে হাত রেখে হেসে কথা বলতে শুরু করেন মালাইকা অরোরা। এসবের মাঝে হঠাৎ করে মালাইকা গাড়িতে উঠতে গেলে ঘটে এক 'কাণ্ড'! আরবাজ খানের পক্ষ থেকেই ওই ফুল মালাইকার কাছে বিক্রি করছেন বলে চিৎকার করতে শুরু করেন ওই মহিলা। যা শুনে প্রথমে কিছুটা থমকে দাঁড়ান মালাইকা। কিন্তু আরবাজ খানের নাম কানে এলেও, ওই মহিলাকে পালটা কোনও কথা বলেননি বলিউড অভিনেত্রী।
এদিকে মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি প্রশ্ন করা হয় পানপথ অভিনেতাকে। যা শুনে অর্জুন জানান, এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা তার নেই। তবে বিয়ে করলে, সেই খবর সবাই জানতে পারবেন। এতে লুকোচুরির কোনও বিষয় নেই বলে স্পষ্ট জানান অর্জুন কাপুর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ