ছবি তুলবেন বলে দাঁড়িয়েছিলেন। তার সামনে এসে কিনা স্বয়ং দীপিকা পাড়ুকোন মোবাইলের কভার চেয়ে বসলেন! আনন্দ আর বিস্ময়ে হতবাক আলোকচিত্রী। পরে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীপিকা এসেছিলেন তার আগামী ছবি ‘ছপাক’-এর প্রোমোশনে। সেখানেই অপেক্ষমান সাংবাদিক ও আলোকচিত্রীদের কাছে এগিয়ে যান তিনি। আচমকাই এক আলোকচিত্রীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে বলেন, ‘আমি কি এটা ( ফোনের কভার) ব্যবহার করতে পারি?’।
দীপিকার এই জিজ্ঞাসার উত্তরে ‘হ্যাঁ’ ছাড়া আর কী-ই বা বলতে পারেন আলোকচিত্রী! তিনি তার মোবাইলের কাভারটি অভিনেত্রীকে দিয়ে দেন। এটি দীপিকাকে তার জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে দেওয়া হলো বলেও জানান।
৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন। এর পাঁচদিন পর ১০ জানুয়ারি ‘ছপাক’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি। তবে উত্তর শুনে হেসে চলে যান দীপিকা। তার আগে ফোনের কভার না নিয়ে তা ফিরিয়ে দেন।
‘ছপাক’-এর প্রচার নিয়ে দীপিকা এখন খুব ব্যস্ত। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মূল ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। ছবিতে তার নাম মালতী। ক্ষতবিক্ষত দগদগে মুখ নিয়েই বিচারের জন্য লড়াই করেন লক্ষ্মী। তার সংগ্রামের যাত্রাপথই ছবির বিষয়। দীপিকার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। মেঘনা গুলজারের পরিচালনায় ছবির যৌথ প্রযোজক দীপিকা নিজে এবং ফক্স স্টার স্টুডিয়োজ।
এই ছবিটি দীপিকার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ। প্রযোজক হিসেবে এটাই তার প্রথম কাজ। আবার রণবীর সিংহকে বিয়ের পরে এই ছবি দিয়েই কাজ ফিরেছেন তিনি। ‘ছপাক’ মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি। সেদিন মুক্তি পাচ্ছে আরও দু’টি
বড় বাজেটের ছবি। অজয় দেবগণ-কাজল-সাইফ আলী খান অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং রজনীকান্তের ‘দরবার’। নতুন বছরের শুরুতেই বক্স অফিসে জোরদার টক্কর দেখার অপেক্ষায় দর্শকরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন