২০০৩ সালে ছোট পর্দায় তার আত্মপ্রকাশ। সিরিয়াল, চলচ্চিত্র হয়ে ওয়েব সিরিজ সবখানেই সমান প্রতিভা দেখিয়েছেন মোনা সিং। একটা সময়ে অভিনেতা করণ ওবেরয়ের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। এরপর পেরিয়ে এসেছেন অনেকটা পথ। অবশেষে বিয়ে করলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ২৭ ডিসেম্বর এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার বয়ফ্রেন্ড শ্যামকে।
কোনও এলাহি ডেস্টিনেশন ওয়েডিং নয়। মুম্বাই শহরে পরিবার ও একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখলেন মোনা সিং। জুহু মিলিটারি ক্লাবে আয়োজিত হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বন্ধুবান্ধবদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দু সবকা বন্ধু'র গৌরব গেরা, আশিষ কাপুর, রকসন্দা খান। কিছুদিন আগেই ব্যাচেলর পার্টি উপভোগ করতে গোয়ায় গিয়েছিলেন মোনা। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠানিকতা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক