জনপ্রিয় অভিনয়শিল্পী সুচরিতার সঙ্গে অসদাচরণ করে ক্ষমা চেয়েছেন নির্মাতা রফিক শিকদার। গতকাল বৃহস্পতিবার বিকেলে এফডিসির পরিচালক সমিতির অফিসে আলোচনায় বসেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সেখানে সুচরিতার কাছে ক্ষমা চান পরিচালক রফিক।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দিয়েছি। সুচরিতার মতো সিনিয়র শিল্পীর সাথে খারাপ আচরণ করায় পরিচালক রফিক শিকদার ক্ষমা চেয়েছেন।
সুচরিতা বলেন, ক্ষমা মহত্বের লক্ষণ। আমি রফিক শিকদারকে ক্ষমা করে দিয়েছি। তার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। ২৩ জানুয়ারি হজে যাবো। সেখান থেকে ফিরে ফেব্রুয়ারিতে ‘বসন্ত বিকেল’ ছবির বাকি অংশের শুটিং করে দেব।
সুচরিতার সাথে অসদাচরণ করায় ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করে শিল্পী সমিতি। এ ব্যাপারে রফিক শিকদার বলেন, যেহেতু পরিচালক সমিতি আপোষের ব্যবস্থা করেছেন, তাদের হস্তক্ষেপে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। এমন আশ্বাস পেয়েছি সমিতি থেকে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে রাগের বসে দুজনকে কটু কথা বলেছি। এজন্য আমি ক্ষমা চেয়েছি। উনিও ক্ষমা করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা