বিজয় দিবস উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এর মধ্য দিয়ে এবারই প্রথম অনলাইন প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তার ছবি। মুক্তি নিকটে রেখে ইউটিউবে উন্মুক্ত হলো সিনেমাটির তৃতীয় গান ‘বিলিভ মি’।
ইমরান ও কোনালের কণ্ঠে গাওয়া এই গানে উষ্ণতা ছড়িয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। চার মিনিট ৩৯ সেকেন্ডের এই গানে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এই জুটি। জানা গেছে, গানটির কথা লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন দোলন মৈনাক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
উল্লেখ্য, শাকিব-মাহি ছাড়া ছবিটিতে আছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ারসহ আরও অনেকে। নবাব এলএলবি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।
বিডি-প্রতিদিন/শফিক