'এমএনপি মিউজিক বাংলা'র ব্যানারে 'তুমি কেনো বোঝোনা' শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় গানটি প্রকাশিত হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এম এইচ রিজভী এবং ক্ষুদে গানরাজ ২০১৫ এর চ্যাম্পিয়ন পুস্পিতা। চমৎকার রোমান্টিক এ গানটির কথা এবং সুর করেছেন এম এইচ রিজভী নিজেই। সংগীতায়োজনে ছিলেন রিয়েল আশিক।
এ গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রিজভী বলেন, এই গানটির কথার মাঝের আবেগ আমার জীবনের সাথে জড়িয়ে আছে। সহশিল্পী পুষ্পিতার দুর্দান্ত গায়কী গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। রিয়েল আশিক ভাই অত্যন্ত যত্ন নিয়ে মিউজিকের কাজ সম্পন্ন করেছেন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
পুস্পিতা বলেন, গানটি আমার খুব ভালো লেগেছে। রিজভী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার উপরে আস্থা রাখার জন্য। আমার বিশ্বাস এই গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।
গানটিতে মডেল হিসেবে ছিলেন শামীম শিশির এবং নূর ভাবনা। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন এম এইচ রিজভী।
বিডি প্রতিদিন/ফারজানা