ফকির শাহাবুদ্দিনের নতুন গান প্রকাশিত হচ্ছে ৭ জানুয়ারি। গানটি লিখেছেন গীতিকার রাজুব ভৌমিক। সম্প্রতি শেষ হয়েছে গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণের কাজ। প্লাবন কোরেশীর সুরে গানটির মিউজিক ও কম্পোজিশন করেছেন অপু রায়হান।
মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেলে ৭ জানুয়ারি বিকাল ৫টায় অবমুক্ত হবে গানটি।
গানটির ভিডিওতে ফকির শাহাবুদ্দিনের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া হৃদি। এ গান প্রসঙ্গে ফকির শাহাবুদ্দিন বলেন, ‘এটি দারুণ একটি গান। গানের কথাগুলো অসাধারণ। রাজুবের লেখা গানে আলাদা একটা মায়া কাজ করে। সুর, সঙ্গীত সবকিছু মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। আশা করি নতুন বছরে দর্শক ভালো একটা গান পেতে যাচ্ছেন।’
এ গান ছাড়াও আরও কয়েকটি নতুন গানের কাজও করছেন এই সংগীতশিল্পী।
বিডি প্রতিদিন/ফারজানা