বয়সে আট বছরের ছোট রজনীকান্ত করোনার ভয়ে শুটিংই বন্ধ করেছেন। সেখানে হাড়কাঁপানো শীতে শুটিং করে নিজের ফিটনেসের প্রমাণ দিলেন বিগ বি খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
ভারতীয় গণমাধ্যম বলছে, লাদাখের তাপমাত্রা এখন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। জমে যাওয়া ঠাণ্ডা সেখানে। আর সেই তীব্র ঠাণ্ডার মধ্যেই লাদাখে গিয়ে শুটিং সেরে আবার মুম্বাইয়ে ফিরেছেন অমিতাভ।
তবে লাদাখে কিন্তু কোনও সিনেমার জন্য যাননি অমিতাভ। একটি বিজ্ঞাপনের ছবির শুটিং ছিল। এত ঠাণ্ডা সত্ত্বেও ঝুঁকি নিয়ে তিনি পূরণ করলেন পেশাদারিত্বের দায়বদ্ধতা। এতে অবাক হয়েছেন অনেকে।
টুইটারে শুটিংয়ের ছবিও দিয়েছেন অমিতাভ। মোটা সাদা জ্যাকেট, থার্মালওয়্যার, গগলস, গ্লাভস... বরফ থেকে বাঁচার সব আবরণই রয়েছে তার শরীরে। তার ভাষ্য, আটকাতে পারলাম না ঠাণ্ডাকে।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক