অর্থ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আটক করা হল ভারতের জনপ্রিয় আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে। তাকে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় দায়ের করা অভিযোগে আটক করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উয়িংয়ের পক্ষ থেকে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অবিযোগ রয়েছে তিনি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে অর্থ প্রতারণা করেছেন। একই অভিযোগে স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের নামও রয়েছে।
জানা গেছে, বিগ বসের সাবেক প্রতিযোগী স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু ওই ট্যলেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করেও স্বপ্না তা ভেঙে ফেলেন বলে অভিযোগ। শুধু তই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরৎ দেননি বলেও করা হয় অভিযোগ।
বিডি-প্রতিদিন/শফিক